সাইফুল ইসলাম “রামগড় প্রতিনিধি।
খাগড়াছড়ির রামগড়ে উপজাতীয় ভূমিদস্যু ও ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র সন্ত্রাসীদের মদদে অবৈধভাবে বাঙ্গালীদের ভূমিতে বসতি স্থাপন এবং বে-দখলের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাটনাশিবির ভূমি রক্ষা কমিটি ও নির্যাতিত গুচ্ছ গ্রামবাসী,
বুধবার ২১ জুন সকাল ১০টায় রামগড় বাজারের হাইপ্লাজা মার্কেট প্রাঙ্গণে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় বাটনাশিবির ভূমি রক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে মানববন্ধনে ভূমি মালিক ও গুচ্ছগ্রামবাসীরা তাদের ভূমি বে-দখল হওয়ার বিষয়টি তুলে ধরে দখলকৃত ভূমি উদ্ধারে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ছয় দফা দাবি পেশ করেন।এছাড়াও বক্তব্যে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মোল্লা বলেন, আমাদের বাগবাগিচা সজ্জিত নিজস্ব ভূমিতে আমরা যেতে পারছি না, বহিরাগত উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের ভূমিতে অবৈধভাবে জোর করে বসতি স্থাপন করেছে। ভূমির নিয়মিত খাজনা পরিশোধ করেও আমাদের নামে রেকর্ডভুক্ত ভূমিতে কিছু করতে দিচ্ছে না বহিরাগত উপজাতীয় ভূমিদস্যুরা। আমরা সরকার ও প্রশাসনের কাছে আমাদের ভূমি উদ্ধার এবং ভূমির নিরাপত্তা চাই।
কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুছ বলেন, ১৯৮৬ সালে উপজাতীয় সশস্ত্র শান্তিবাহিনীর আক্রমণ থেকে রক্ষার্থে আমাদেরকে বাপ-দাদার বসত-ভিটা বাটনাশিবির থেকে বিডিআর ক্যাম্প সংলগ্ন তৈচালাপাড়ায় গুচ্ছগ্রামে নিয়ে আসে সরকার। সে সময় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পাহাড়ে কখনো শান্তি পরিস্থিতি বিরাজ করলে আবার আমাদের সেখানে পুনর্বাসন করা হবে, কিন্তু শান্তি চুক্তির ২৫ বছর পার হয়ে গেলেও তা করা হয়নি । আর এই সুযোগকে কাজে লাগিয়ে বহিরাগত উপজাতীয় ভূমিদস্যুরা অব্যাহতভাবে আমাদের ভূমি বে-দখল এবং জোরপূর্বক অবৈধ বসতি স্থাপন করে চলেছে। মানববন্ধন থেকে বাটনাশিবির এলাকার গুচ্ছগ্রামবাসীদের পক্ষে সরকার ও প্রশাসনের কাছে ছয় দফা দাবি উস্থাপন করা হয়।