রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) সকাল ১০ টার সময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন দপ্তর ও পুরো উপজেলার সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা এলাকার উন্নয়ন গুলো যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান। আইন শৃঙ্খলা বিষয়ে রাজস্থলী থানা পুলিশ উপ পরির্দশক রানা বড়ুয়া বলেন, বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এলাকায় কোন সন্ত্রাসী কর্মকান্ড এবং রাষ্ট্রবিরোধী কোন কার্যক্রম বরদাস্ত করা হবে না। উপজেলার সব মানুষের সর্ব্বোচ্চ নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা আমাদের নজরে রয়েছে। উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি।