রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশের মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজস্থলী উপজেলা ছাত্রদল।
সোমবার (১৯ জুন) সকালে রাজস্থলী উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাইমুল ইসলাম রনির সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ কর্তৃক ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের উপর হামলা এবং পুলিশ কর্তৃক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং নুসরাতের নিঃশর্ত মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল করে তারা।
এতে বক্তারা বলেন, দেশ আজ খুবই সংকটাপন্ন সময় পার করছে। দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে আবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এছাড়াও সারা দেশে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকলের নিঃশর্ত মুক্তির দাবি জানায় বক্তারা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞো মারমা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আজিজুর রহমান রুবেল। এছাড়াও উপজেলা বিএনপির জিকু কুমার, মোঃ রাজু, হ্লাসিংমং মারমা মেদু, কাওছার আহমেদ সুমন, মোঃ সাদেক, আলমগীর হোসেন, আলি আকবার, মোঃ হৃদয়সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।