অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
চন্দ্রঘোনা ফুটবল একাডেমির আয়োজনে আন্ত ফুটবল টুর্নামেন্ট সোমবার(২৫ জানুয়ারী) হতে খ্রিস্টিয়ান হাসপাতাল মাঠে শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্ম সম্পাদক মোঃ মাহবুব হাসান বাবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সাবেক কৃতি ফুটবলার প্রভাত কুসুম বড়ুয়া।
এর আগে অতিথি ও সাবেক কৃতি খেলোয়াড়দের ফুল দিয়ে বরন করেন একাডেমীর সদস্যরা। সাবেক কৃতি ফুটবলাররা তাদের স্মৃতি কথা তুলে ধরেন।
একাডেমির খেলোয়াড়দের ৪টি দলে ভাগ করে আন্তঃ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় আবাহনী ক্রীড়া চক্র বনাম সাইফ স্পোর্টিং ক্লাব অংশ গ্রহণ করে। গোল শুন্য ড্র করে ১-১ পয়েন্ট অর্জন করে দুই দল। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়ন বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা হবে বিকাল তিনটায়।