মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে দুইদিনব্যাপী সোস্যাল টেকনিক্যাল এনিমেটর (এসটিএ) রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ও ১৯ জুন উপজেলা নন গেজেট কর্মচারী ক্লাবে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার ২৬ জন নারী-পুরুষদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ পরিচালনা করেন সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো: সোলায়মান, মাঠ সহায়ক হিমেল চাকমা ও আবাইশি মারমা।
প্রশিক্ষণে জৈবকৃষি চাষাবাদ, স্থানীয় জাতের গবাদি পশু (হাস-মুরগি) পালন, ভার্মি কম্পোস্ট সার উৎপাদন, মৌমাছি পালন ব্যবস্থাপনা (রোগ, লক্ষণ ও করণীয়), স্থানীয় পদ্বতিতে বীজ সংরক্ষণ ও বীজ ব্যবসা কৌশল, পাহাড়ে রোপন উপযোগী ও জলবায়ু সহনশীলতার সমন্বয় রেখে পাহাডের বাগান স্থাপন ও করণীয়সহ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।