মো. গোলামুর রহমান,(লংগদু)রাঙ্গামাটি:
রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু সদর বাজারের নতুন কমিটি ঘোষণা ও ব্যবসায়ীদের নিয়ে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৩ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলায়তনে লংগদু বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উক্ত অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লংগদু বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দীনের সঞ্চালনায়, বাজার কমিটির সভাপতি মিঠু বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো.সেলিম,লংগদু বাজার কমিটির সহ সভাপতি এম.হালিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ লংগদু বাজারের সকল ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কমিটি গঠন করা বড় কথা নয়, সকলকে সচেতন থাকা বড় বিষয়, প্রত্যেকটি দোকানে আগুন নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা রাখা, ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করা। কোন অসাধু ব্যবসায়ী যেনো দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করতে না পারে সেদিকে খেয়াল রাখা। এছাড়াও বাজারে সিসিটিভি ক্যামরা স্থাপন করার কথাও উঠে আসে সভায়।