রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় আগামী ১৭ জুন উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সামনে রেখে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জুন) দলীয় কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কর্মীসভা সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, পুলক বড়ুয়া, চথোয়াইনু মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন বনিক, ক্যাসাচিং মারমা, সাংগঠনিক সম্পাদক অংসুইনু মারমা,মিঠুল চন্দ্র দে, সাংবাদিক হারাধন কর্মকার, মফিজুল হক মফিজ, উথোয়াইচিং মারমা, দিলীপ দাস, শম্ভু নাথ বনিক, বিশ্ব নাথ চৌধুরী, পুলক চৌধুরী, আদর লতা তংচঞ্চ্যা, জান্নাত আলী শেখ, ঘিলাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংত্রতি মারমা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার প্রমুখ।
এতে উবাচ মারমা বলেন, আগামী ১৭ জুন রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
আগামী সম্মেলন ও বাঙ্গালহালিয়া ইউনিয়নে কর্মী সভা সফল করতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি সহযোগিতা কামনা করেন।