সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধি-
রাঙামাটির লংগদুতে মৎস্য অধিদপ্তরের আওতাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে লংগদু উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ে ৩ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমুখ ।
লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান এর সঞ্চালনায় বাঘাইছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা নবো আলো চাকমা সহ অন্যান্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কার্প জাতীয় মাছের মিশ্রচাষের তৃতীয় ধাপের ৩দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।