সরওয়ার কামাল,মহেশখালী, কক্সবাজার:
মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে কুতুবজোম এলাকা হতে ১০বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে ৷
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি শামসুল ইসলাম কুতুবজোমের স্থানীয় পূর্বপাড়া এলাকার ফজলুল হকের সন্তান ৷ তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রয়েছে ৷ একটি মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। অর্থ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। তাছাড়া ওই আরও একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি বলে পুলিশ জানায়। ২৫ই জানুয়ারী বিকাল সাড়ে ৪টার দিকে কুতুবজোমের কবির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশিক ইকবাল ৷ তিনি জানান, এএসআই মোঃ জাহিদ হোসেন, এসআই নুরুন্নবী টিপুর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুতুবজোম এলাকা হতে তাকে গ্রেফতার করে। এলাকার শীর্ষ আসামিদের ধরতে থানার একটি বিশেষ টিম কাজ করছে বলে তিনি জানান ৷ অভিযানের তথ্য নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল হাই জানান -এলাকায় ছড়িয়ে থাকা এ রকম দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে৷