সাইফুল ইসলাম “রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার রামগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধব-১৭) উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রিয়া সংস্থার সহযোগিতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক গাজী, থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় পাতাছড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৪-০ গোলে পরাজিত করে রামগড় পৌরসভা একাদশ। পৌরসভা একাদশের খেলোয়াড় পারভেজ ৩টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শুভ ভৌমিক, সম্পদ বড়ুয়া ও জিদান। ধারাভাষ্যকার ছিলেন মো. হানিফ মিয়া।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দিন জানান, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী দলগুলো থেকে ১৮জন খেলোয়াড়কে বাঁচাই করে রামগড় উপজেলা একাদশ গঠন করা হবে। পরবর্তীতে দলটি জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।