মো. রবিউল হেসেন:- খাগড়াছড়ির মানিকছড়িতে তানিমং মারমা (৫৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছুদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানিমং ঐ এলাকার মৃত কংলাহ মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপের কামড়ে মৃত এক নারীর দাহ কার্যে অংশ নিতে মঙ্গলবার বিকালে তানিমং ছদুরখীল তিনঘরিয়াস্থ শশানে যায়। দাহ চলাকালিন কোনো এক সময়ে সেখান থেকে চলে আসেন তিনি। পরে বাড়ির অদূরে শষাণ খোলায় নিজের পড়নের লুঙ্গি পেচিয়ে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেন। হঠাৎ এক ভান্তের তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্বজন ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার উপ-পরিদর্শন মো. নাজমুল হাসান জানান, প্রাথমিক ভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে এর প্রকৃত কারণ জানা যাবে।