মো. রবিউল হোসেন:- আগামি ১৭ই জুলাই দেশে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপ-নির্বাচন। একইসঙ্গে অনুষ্ঠিত হবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের লক্ষে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিনকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় ইউনিয়ন আ.লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আ.লীগের একক প্রার্থী বাছাইয়ে আয়োজিত বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একক প্রার্থী হিসেবে আবদুল মতিনকে মনোনীত করা হয়।
এর আগে ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও নুরুল আফসার শামীমের সঞ্চালায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ জব্বার, উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন।
এসময় অন্যান্যদের মাঝে জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ রাজ্জাক, উপজেলা আ.লীগের উপদেষ্টা মো. আতিউল ইসলাম, সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের উপদেষ্টা ক্যয়জরী মহাজন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল, শহীদুল ইসলাম মোহন, আব্দুল কাদের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ জেলা উপজেলা ও ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমূখী দল। জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তাই আমার তৃণমূলে বর্ধিত সভার আয়োজনের মধ্য দিয়ে দলীয় সিদ্ধান্তে নৌকার মাঝি বা কর্ণধার মনোনীত করেছি।
এদিকে সভা শেষে দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আবদুল মতিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেন তৃণমূল নেতাকর্মীরা।