llমিঠুন সাহা,খাগড়াছড়িll
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠী করোনা ভাইরাস শুরুর পরবর্তী কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তরান্বিত করেছিল।এই কর্মকাণ্ড দেশে বিদেশে প্রচুর সারা ফেলে দেয়।
এই সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম নজরে আসে পানছড়ি আমেরিকা প্রবাসী জ্ঞান সাধন চাকমা এবং সহধর্মিনী কল্যানী চাকমার।তারা সেখানে এমন সুন্দর কার্যক্রমের জন্য অনেক অনেক প্রশংসা করেন।পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেন অংশগ্রহণকারী সকল শিল্পীদের সম্মাননা দেওয়ার।
গতকাল ২৪ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টার সময় পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সকল শিল্পীদের সম্মাননা দেওয়ার জন্য যারা মহানুভবতা দেখিয়েছেন তারা পানছড়ির আমেরিকা প্রবাসী জ্ঞান সাধন চাকমা এবং সহধর্মিনী কল্যানী চাকমার,
খোকন বিকাশ চাকমা এবং সহধরমিনী উওালিকা চাকমা,নিঝেনী চাকমা,হিতৈষী চাকমা, প্রনয় চাকমা,হলি চাকমা, সুরেশ চাকমা,প্রকাশ চাকমা।
এই সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর কার্যকর কমিটির সদস্য ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকসবিতা চাকমা, ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিজয় চাকমা,অনির্বাণ শিল্পীগোষ্ঠীর কার্যকর কমিটির সদস্য ইউসুফ আদনান,বাংলাদেশ বেতার টেলিভিশনের স্বনামধন্য শিল্পী জনাব আবুল কাশেম,
সমসাময়িক নন্দিত গীতিকার ও কবি জনাব বাবুল কায়সার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দীপায়ন বড়ুয়া,আপনা দে,পল্লী বড়ুয়া,বৃন্দা দেব,সুমি দাশ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এই সময় তারা পানছড়ি আমেরিকা প্রবাসীদের পক্ষ থেকে সকল শিল্পীদের হাতে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।এবং পানছড়ি আমেরিকা প্রবাসীদের পক্ষ থেকে এশা চাকমাকে তার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন প্রিসিলা চাকমা সহ অতিথিবৃন্দরা।
পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি জনাব ইউসুফ আদনান বলেনঃপানছড়ি আমেরিকা প্রবাসীদের এমন উদ্যোগ আমাদের সকল শিল্পীদের জন্য অনেক অনেক আনন্দের ও গর্বের।কারণ সম্মাননা বা পুরষ্কার একজন শিল্পীকে অনেক অনেক উদ্ভুদ্ধ ও উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পানছড়ি আমেরিকা প্রবাসী সকলের নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলপনা দে বলেনঃসত্যি এমন উদ্যোগ পানছড়িবাসীর জন্য গর্বের।আমেরিকা প্রবাসী সবাইকে ধন্যবাদ জানাই।
পানছড়ি আমেরিকা প্রবাসী জ্ঞান সাধন চাকমা বলেনঃআমার জন্মস্থান পানছড়িতে এমন চমৎকার প্রতিভাবান শিল্পী আছে যা আমার জানা ছিল না।একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর লাইভ সরাসরি দেখি।যা আমার এবং সহধর্মিণীর খুব ভালো লাগে।আমি ও আমার কিছু বন্ধুদের সহযোগিতা নিয়ে আমার পানছড়ির শিল্পীদের জন্য কিছু করার উদ্যোগ গ্রহণ করি।তাদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে।পানছড়ি অনির্বাণ শিল্পী গোষ্টী এরকম প্রতিভাময়ী শিল্পী তৈরী করার জন্য এবং আকর্ষনীয়
মনোরম অনুষ্টান উপহার দেয়ার জন্য অনেক অনেক প্রশংসার দাবীদার।আমি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সফলতা কামনা করি।