বাঘাইছড়ি প্রতিনিধি:-
মাননীয় প্রধানমন্ত্রী, দেশ রত্ন ও দেশ নেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে গ্ৰেপ্তারের দাবীতে বাঘাইছড়ি উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। ২২ মে বিকালে বর্ণাঢ্য মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিন শেষে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে শেষ হয়, এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দীলিপ কুমার দাশ। সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে হুমকি দাতাকে অনতিবিলম্বে গ্ৰেপ্তার সহ আইনের আওতায় এনে প্রয়োজনীয় সাজাদানের দাবী সহ কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।