মো. রবিউল হোসেন:-“কৃষি ও কৃষকের সেবায় আমরা ঐক্যবদ্ধ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন কোম্পানির কৃষি বালাইনাশক বিক্রেতা প্রতিনিধিদের নিয়ে ‘মানিকছড়ি পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। এতে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধি মো. মিজানুর রহমান আনোয়ারকে সভাপতি, গ্রীনবাংলা এগ্রোভেট ইন্ডাঃ লিমিটেডের মো. কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এইচ এন্ড এইচ এগ্রোভেট ইন্ডাঃ লিমিটেডের মো. মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৯ মে) বিকাল ৪ টায় মানিকছড়ি একতা ক্লাবের হলকক্ষে আয়োজিত এক সভায় উপজেলার সকল অফিসারদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. সালাউদ্দিন, মো. ওসমান গণী, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন, আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক (২) মো. রবিউল হোসেন রিয়াজ, কোষাধ্যক্ষ মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক, দপ্তর সম্পাদক জাহিদুল আলম ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. রাকিব এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. হারুনুর রশিদ, আবু তালেব, মো. রাশিদুল ইসলাম, মো. আল-মামুন, মো. সাহাব উদ্দিন, মো. তৈয়ব ও ফয়েজ আহমেদ।
কমিটি গঠন নিয়ে সভাপতি মো.মিজানুর রহমান আনোয়ার বলেন, ‘সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এই ধরণের কমিটি রয়েছে। তারই ধারাবাহিকতায় এই উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা ও প্রতিনিধিদের একই প্লাটফর্মে এনে কৃষি ক্ষেত্রে সেবার মান বাড়াতেই এই সংগঠন করা’। আমরা আশাবাদী এই সংগঠনের মাধ্যমে উপজেলার কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে’। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।