চট্টগ্রাম মহানগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ডস্থ ওয়াজেদিয়া উত্তর সমাজ উন্নয়ন পরিষদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে,সভাপতি হলেন মোহাম্মদ শামসুল আলম ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাবুল।
১৯ মে (শুক্রবার) চট্টগ্রাম মহানগরের ৩নং পাঁচলাইশ ওয়ার্ডস্থ ওয়াজেদিয়ায় উত্তর সমাজ উন্নয়ন পরিষদের এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোহাম্মদ শামসুল আলম আনারস মার্কা প্রতীক নিয়ে ১৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।সাধারণ সম্পাদক পদে সাইফুদ্দিন বাবুল ছাতা মার্কা প্রতীকে ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।অর্থ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ফুটবল প্রতীকে ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
রিটার্নিং অফিসার আনোয়ার হোসেন খান ও প্রিসাইডিং অফিসার মোঃ কুতুব উদ্দিনের সার্বিক তত্বাবধানে নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।।