মো. রবিউল হোসেন:- ব্র্যাক ব্যাংক মানিকছড়ি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা পরিদর্শন করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব অলটারনেট ব্যাংকিং চ্যানেল নাজমুর রহিম। বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টায় পরিদর্শন শেষে শাখার অর্ধশত গ্রাহক ও এজেন্ট মো. বেলাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন তিনি।
এসময় নাজমুর রহিম বলেন, ‘তৃণমূলে গ্রাহকের সব ধরণের ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে ব্রাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা। এজেন্ট ব্যাংকিং উত্তরোত্তর নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে’। এই যাত্রায় সকল গ্রাহকদের অংশীদারিত্ব প্রত্যাশা করেন এই কর্মকর্তা।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের রিজিওনাল কো-অর্ডিনেটর কামরুল হাসান, টিম লিড (চট্টগ্রাম রিজিয়ন) কফিল উদ্দিন ও রিলেশনশিপ অফিসার দিবাকর মজুমদার।
অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ, বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ, ইউটিলিটি বিল প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা পেয়ে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান উপস্থিত গ্রাহকরা। পরে ব্যাংক গ্রাহক রেমিট্যান্স সেবা গ্রহীতাদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিরা।