“সম্প্রীতির মিলন মেলা হোক- ঐক্যের বন্ধন”- এ স্লোগান কে সামনে রেখে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে চট্টগ্রাম শহরের অক্সিজেনস্থ চ.সি.ক গার্ডেন সিটি এপার্টমেন্ট।
যান্ত্রিক জীবনের একগুঁয়েমি কাটিয়ে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন এপার্টমেন্টে বসবাসরত সকল বাসিন্দারা।
অনুষ্ঠানে নৈশভোজের পাশাপাশি শিশুদের মোরগ লড়াই,বিস্কুট দৌড়,মিউজিক্যাল চেয়ার,মহিলাদের মিউজিক্যাল চেয়ার,বালিশ খেলায় অনুষ্ঠানকে আরোও প্রাণবন্ত করে তোলে।সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছোট শিশু- কিশোরদের গান- আবৃত্তি – নাত- গজল,মহিলা ও পুরুষদের নাচ-গানের মাধ্যমে সরব ও প্রাণোচ্ছল উপস্থিতি ঈদ পুনর্মিলনীকে আরোও উপভোগ্য করে তোলে।খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
ঈদ পুনর্মিলনীতে উপস্থিত সকলের কামনা ছিল, ঈদ আনন্দ যেন সবার মাঝে ভাগাভাগি হয়ে মানবিকতা ও সংস্কৃতির আলোকে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে- দুখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই এবারের ঈদ পুনর্মিলনীর লক্ষ্য।