সাইফুল ইসলাম,রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে পৌরসভার উদ্যোগে পৌর এলাকা ও উপজেলায় বসবাসরত প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেন পৌর মেয়র রফিকুল আলম কামাল”২০শে এপ্রিল ২০২৩ (বৃহস্প্রতিবার) সকাল ১১-৩০ টার সময় পৌরসভার কার্যালয়ে ৫০ জন প্রতিবন্ধীকে ৫০টি ঈদ প্যাকেট (খাদ্য সামগ্রী দুধ, চিনি, চা-পাতা, সেমাই, নুডুস) বিতরণ করেন তিনি ।
রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বলেন পৌরসভার এলাকায় বসবাসরত পাহাড়ী- বাঙ্গালী গরীব প্রতিবন্ধীদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য পৌরসভা উদ্যোগে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন রামগড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,রামগড় বাজার কমিটির সভাপতি হাঁশেম খাঁ,পৌরসভার প্যানেল মেয়ত-৩ মিসেস কণিকা বড়ুয়া, ৭,৮,৯ এর মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম,১,২,৩ এর মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার সহ পৌরসভার পদস্থ কর্মকর্তা,কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।