বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় বিপুল পরিমান হরিণের চামড়াসহ ২ জন গ্রেফতার কোরেছে বাগেরহাট ডিবি পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) ভোর রাতে শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড থেকে হরিনের চামড়া সহ মোঃ ইলিয়াস হাওলাদার (৩৫), মোঃ মনিরুল ইসলাম শেখ (৪৮) কে ১৯ টি চিত্রল হরিণের চামড়া সহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
আটকৃত মোঃ ইলিয়াস হাওলাদার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মোঃ মতিন হাওলাদার ছেলে এবং মোঃ মনিরুল ইসলাম শেখ বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ মোশারফ শেখের ছেলে।বাগেরহাট ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মনিরের বাসা থেকে ১৯টি চিত্রল হরিণের চামড়া উদ্ধার করে। পরে বাগেরহাট পুলিশ সুপারের কাযর্যালয়ে নিয়ে যায়।
এ বিষয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। আটক কৃতদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ডিবির ওসি মোঃ রেজাউল করিম।