মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ উদ্বোধন করবেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ চতুর্থ পর্যায়ে অর্ধশত মডেল মসজিদ উদ্বোধন করলেন। ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় স্থাপন করতে ৯ হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প ২০১৭ সালে গ্রহণ করে সরকার।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এ ছাড়া থাকবে হজ গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ। কার্যক্রম এবং ইসলামী দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা।
তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা উপজেলাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়।
এসময় মাটিরাঙ্গা উপজেলাধীন মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের মাননীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) ও টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা), ইসলামিক ফাউণ্ডেশন এর খাগড়াছড়ির উপপরিচালক, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডেজী চক্রবর্তী, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ফাতেমা চৌধুরী, আনিসুজ্জামান ডালিম ভাইস-চেয়ারম্যান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী’লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ।