।।ইউনুছ আরফিন।।
।।বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন আলোচিত পর্যটন স্পট সাজেক ভ্যালিতে রোকসানা আক্তার (৩৮), স্বামী- আব্দুল ওহাব দম্পতি ঢাকা থেকে ভ্রমণে আসে। ১- ডিসেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক সকাল ১১টার দিকে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর সাজেক ভ্যালি পরিদর্শন শেষে পাহাড়ের নিচে ঝর্ণা দেখার উদ্দেশ্য স্বামী সহ রওনা করে। প্রায় ১৬০০ ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙ্গে ফেলে সে । এসময় সাহায্যর জন্য দিশেহারা হয়ে যায় সে। উপায়ন্তর না দেখে ৯৯৯ এ কল দেয় স্বামী আব্দুল ওহাব ।
৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে সাজেকে অবস্থিত লুই লুই পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই (সঃ) জনাব মুশফিকুর রহমান স্থানীয় জনগনের সহায়তা রোকসানা আক্তার’কে উদ্ধার করে । প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সদরে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে লুই লুই পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই (সঃ) জনাব মুশফিকুর রহমান।
দ্রুততার সহিত পুলিশী সেবা পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই দম্পত্তি।