সরওয়ার কামাল,মহেশখালী,কক্সবাজার:
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া আজিজিয়া ইসলামী একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২৩ই জানুয়ারী সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আবুল বশর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি বলেন আজিজিয়া ইসলামিয়া একাডেমি অত্র এলাকায় আলোর প্রদীপ। এই একাডেমির সুনাম এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন এই একাডেমির সাফল্যের পিছনে অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গের ভূমিকা অপরিসীম, যা অব্যাহত রাখতে হবে। সকল অভিভাবকদের স্ব-আগ্রহে উপস্থিতি, ছাত্র এবং শিক্ষকগনের প্রাণচঞ্চলতা অত্যন্ত উৎসাহব্যঞ্চক ও অনুপ্রেরণা মূলক। তিনি বলেন এই প্রতিষ্ঠানের অব্যাহত সফলতা ধরে রাখার জন্য আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। তিনি আজিজিয়া ইসলামিয়া একাডেমির জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদানও ঘোষনা করেন।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এভিপি ও টেরি বাজার, চট্টগ্রাম শাখার ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন খাঁন। তিনি বলেন শিক্ষা হচ্ছে মানুষের শরীর ও মনের অপূর্ব সমন্বয়। এই দ্বীনি শিক্ষাই দিতে পারে মানুষকে ইহকালীন ও পরকালীন মুক্তি।
এই শিক্ষা প্রতিষ্ঠান ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মহেশখালী উপজেলায় পরপর দুইবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তাই একজন অভিভাবক হিসেবে আপনি গর্ব করতে পারেন। এছাড়া একাডেমির শিক্ষিকা আলেমা উম্মে রুম্মান একাডেমির নিয়ম-কানুন অনুসরণ, পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও সঠিকভাবে ইউনিফর্ম পরিধান করে একাডেমিতে পাঠানোর জন্য অভিভাবকদের নিকট অনুরোধ করেন।
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের সভাপতি মুহাম্মদ হামেদ হাসান অভিভাবক সমাবেশে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একাডেমির সার্বিক অগ্রগতি ও অর্জিত সাফল্য সমূহ তুলে ধরেন।
এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ সভাপতি সাবেক মেম্বার আলহাজ্ব নুর হোসেন, সেক্রেটারি মৌ: এখলাছুর রহমান এবং সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।