অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে গত বুধবার (৫ এপ্রিল) হতে শুরু হয়েছিলো সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নে চলমান এই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম আজ সোমবার (১০ এপ্রিল) শেষ হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন জানান, সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত উপজেলার মোট ৭ হাজার ৬শত ৫১ জনের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। যার মধ্যে ১নং চন্দ্রঘোনায় ১৮শত ৮৪জন, ২নং রাইখালীতে ২৩শত ৪০জন, ৩নং চিৎমরম ইউনিয়নে ৬শত ৫০জন, ৪নং কাপ্তাই ইউনিয়নে ১৯ শত ৯জন এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৮শত ৩৮ জনের মাঝে সরকার নির্ধারিত টিসিবির কার্ডধারীকে ৪শত ২০ টাকার বিনিময়ে ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি দেওয়া হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, স্বল্প আয়ের ১ কোটি মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে তুলে দিতে দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস, তারই ধারাবাহিকতায় কাপ্তাইয়ের ৫টি ইউনিয়নে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়েছে।