দিলোয়ারা আক্তার,কাউখালী প্রতিনিধি:
কাউখালী উপজেলায় গণ সংবর্ধনায় জনস্রোত।২৩.১.২০২১ রোজ শনিবার বিকাল ২.৩০ এর সময় কাউখালী উপজেলার পরিষদের মাঠে নিরাপদ সড়ক চাই কাউখালী শাখা ও ইপসার উদ্যোগে ২৯৯নং আসনের রাঙ্গামাটির মাননীয় এমপি ও পাহাড়ি বাঙালির ঐক্যের প্রতীক “জনাব দীপংকর তালুকদার” মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় জনাব দীপংকর তালুকদার বক্তব্য প্রদানের সময় বলেন:”নৌকা আছে আমি আছি”; “আওয়ামীলীগ আছে উন্নয়ন আছে”।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান “জনাব অংসুইফ্রু চৌধুরী”।অংসুইফ্রু চৌধুরী তার বক্তব্য প্রদানের সময় বলেন:পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের সমান ভাবে উন্নয়ন হবে। রাঙ্গামাটির প্রত্যেকটি উপজেলা,প্রত্যেকটি ইউনিয়ন ও প্রতিটি গ্রামের উন্নয়ন হয়ে শহরের মতো উন্নয়ন হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান “জনাব সামশুদ্দৌহা চৌধুরী”।
উপস্থিত ছিলেন “মুছা মাতুব্বর” ;চিংকু রোয়াজা মারমা” ; “এরশাদ সরকার” ;আওয়ামীলীগের অন্যান্য সদস্যবৃন্দ।এসময় কাউখালী উপজেলার ৪ ইউপি চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা গণ সংবর্ধনা এমপি মহোদয়কে প্রদান করেন।এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানের সময়ে বঙ্গবন্ধুর কর্ণারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এসময় এলাকার বিভিন্ন নেতৃবৃন্দের মাঝে মিলনমেলা ও ভ্রাতৃত্বের সৃষ্টি স্থাপন হয়েছে।