মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল’র মমতাময়ী মা মোসাম্মৎ চন্দ্রবানু মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯টায় উপজেলার বড়বিলস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বসয় হয়েছিল ৯৫ বছর। সাত পুত্র ও তিন কন্যাসহ মৃত্যুকালে তিনি বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৮এপ্রিল) সকাল ১০টায় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে মসজিদ মাঠে অনুষ্ঠিত তার নামাজে জানাজা সম্পন্ন হয়। মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, সাবেক ভাইস চেয়ারমান আবদুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আ.লীগ সহ-সভাপতি এস.এম রবিউল ফারুক, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা বেলাল উদ্দিন, মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আহমুদুল হক ও যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাগণ ও বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানান। পরে তাকে পারিবাবির কবরস্থানে দাফন করা হয়।