নিউটন চাকমা,(কাউখালী)রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির কাউখালী উপজেলাধীন ৪নং কলমপতি ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় অভিযানে এস আই শামীম ও তার সঙ্গীয় ফোর্স পরিচালনা করে এক নারীকে ধর্ষনের অভিযোগের দায়ে মোঃ ফয়েজ আহম্মেদ (২৪), পিতা-মো: রানা, সাং- সুগারমিল, ৪ নং কলমপতি ইউনিয়ন, থানা-কাউখালী নামে এক পলাতক যুবককে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, গত সোমবার (৩ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময় ধর্ষিতা বাদী হয়ে কাউখালী থানায় অভিযুক্ত বিবাদীর বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করে। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৪ এপ্রিল) কাউখালী থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী নেতৃত্বে এসআই(নি:) শামীম রেজা, এএসআই/তুহিন মল্লিক ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কাউখালী থানা পুলিশ অভিযুক্ত যুবক মোঃ ফয়েজ আহম্মেদকে আটক করা হয়।
আটককৃতর বিরুদ্ধে কাউখালী থানায় ধর্ষন মামলা রুজু করে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।