মো. রবিউল হোসেন:- মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক (৮৪) বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। বুধবার (২৯ মার্চ) বাদ জোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৮ মিনিটে উপজেলার যোগ্যাছোলা চেয়ারম্যানপাড়া এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিমের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে চির বিদায় জানানো হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তার মরদেহে পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে সামাজিক কবরস্থান তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার নামাজে জানাজায় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, আব্দুস ছোবান, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুবলীগ সভাপতি নুরুল আফসার শামীম, ইউপি ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।