মোঃ ওমর ফারুক,নানিয়ারচর:-
রাঙামাটির নানিয়ারচরে ঘিলাছড়ির মৃত- নীল মনি চাকমার পুত্র নিবারন চাকমা (৭৭) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশের খোঁজ মিলেছে। শনিবার (২৩ জানুয়ারী) সকালে নিজ এলাকার পাশে বগাছড়ির গহিন অরন্যে ওই ব্যক্তির অর্ধ গলিত লাশ খুঁজে পায় তার ছেলে সোমিত্র প্রসাদ চাকমা।
নিবারন চাকমার পুত্র সোমিত্র প্রসাধ চাকমা (৪২) সাংবাদিকদের জানান, তার পিতা ২০১৭ সালে ব্রেনস্ট্রোক করেছেন ও অসুস্থতায় ভুগছেন। বাড়ি থেকে বগাছড়ি নিকট আত্বীয়দের বাসায় বেড়াতে গিয়েছিলেন এবং সেখান থেকে ১২/০১/২১ইং তাদের না বলেই বাড়ি থেকে বের হয়েছিল। এর পর এলাকায় যথা সম্ভব খোঁজা খুঁজি করেও পাওয়া যায়নি। আর আমার পিতার মৃত্যু নিয়ে কনো অভিযোগ নেই। এ নিয়ে (১৮ জানুয়ারি ২১) তার পুত্র সোমিত্র প্রসাধ চাকমা (৪২) রাঙামাটি সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
বিষয়টি নিয়ে নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান জানান, সকল তথ্য অনুযায়ী বয়বৃদ্ধ নিবারন চাকমা (৭৭) এর মৃত্যু স্বাভাবিক ভাবেই হয়েছে। তারা তাদের ধর্মীয় অনুযায়ী দাহ করার ব্যবস্থা করেছেন।