নিউটন চাকমা,কাউখালী প্রতিনিধিঃ
রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় অনাড়ম্বর ভাবে বাংলাদেশ পুলিশ কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীর নের্তৃত্ব ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা মাঠ প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) উপলক্ষে কাউখালী থানা পুলিশের প্যারেডে কুচকাওয়াজের পর সকল শহীদদের স্মরনে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়ানোর শেষে ডিসপ্লে প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নুরীয়ায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মার্মা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গাজীউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন চাকমা, ৩নং ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, ৪নং কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা কমান্ডের সৈনিকরা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কাউখালী উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা প্রশাসন উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। কাউখালী উপজেলার সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও আইনের শাসন স্বাভাবিক রাখার অবদান স্বরূপ কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীকে ক্রেষ্ট প্রদান করা হয়।