হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটির পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্প -২ এর অধীনে ভূমি ও গৃহহীন ৬২টি পরিবারের কাছে জমি ও ঘর প্রদান করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অদ্য ২৩শে জানুয়ারি রোজ শনিবার প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি গৃহ প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল ১০ ঘটিকার সময় জমি ও গৃহপ্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। বাংলাদেশের মোট ৬৬ হাজার ৯শত ৮৯ পরিবারকে ভুমি ও ঘর নির্মানের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নের (গাইন্দ্যা, ঘিলাছড়ি ও বাঙ্গালহালিয়া) ৬২টি পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করেছেন।
রাজস্থলী উপজেলার উপজেলা গনমিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত আশ্রয়ণ প্রকল্পের শুভ উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব উবাচ মারমা, উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব শেখ ছাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, রাজস্থলী থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, মহিলা আওয়ামীলীগের সভাপতি লংবতি ত্রিপুরাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,হেডম্যান,
উপজেলার সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং ৬২টি উপকারভোগী পরিবার।
রাজস্থলী উপজেলায় আশ্রয়ণ প্রকল্প -২ এর আওতায় ১৯০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে প্রথম পর্যায়ে ৬২টি এবং দ্বিতীয় পর্যায়ে আরও ১২৮টি ঘরের নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীর এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা করেছেন।
উপজেলা চেয়ারম্যান জনাব উবাচ মারমা বলেন, “বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের জন্য কাজ করছে বিধায় মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন পরিবারকে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলছে”। ইতোমধ্যে উক্ত কার্যক্রমে রাজস্থলী উপজেলার অসহায় ও গৃহহীন পরিবারগুলোর মুখে হাসিফুটেছে এমন দৃশ্য দেখতে পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি উপজেলা বাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।