একদল তরুণ-তরণী নেই তাদের কোনো স্বার্থ, নেই কোনো অহংকার, ছুটে চলেছে নিরন্তর পরিশ্রম করে শুধু কিছু মানুষের হাসি ফোটাবে, এরি নামই হয়তো মানবতা।
অসংখ্য ধন্যবাদ,ডবলমুরিং থানার এস আই অর্ণব বড়ুয়া স্যার কে আগ্রাবাদ শাখার নগরফুলদের মাঝে শীতববস্ত্র বিতরনের জন্য।
শীতের জামাটা পেয়ে তারা কতই না খুশি।ছোট শিশুদের হাসিমাখা মুখগুলো।খুব অল্পতেই তারা সন্তুষ্ট। এমন আরও ১৫০০ নগরফুলের মাঝে শীত সামগ্রী পৌছে দিতে কাজ করে যাচ্ছেন নগরফুল সেচ্ছাসেবক কর্মীরা। কিন্তু করোনাকালীন এই সময়ে তাদের এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জিং হবে।
রাঙ্গামাটি নিউজ প্রতিনিধি কে সংবাদ সংগ্রহের সময় নগরফুলের সেচ্ছাসেবক কর্মী জানিয়েছেন, আমি,আপনি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি এই করোনা মহামারিতেও সাফল্যের লক্ষ্যে পৌছাতে পারবো,এটাই বিশ্বাস নগরফুলদের।তাই ছোট্ট একটা অনুদান দিয়ে হলেও নগরফুলের মাঝে শীতের উষ্ণতা বিলিয়ে দিতে সহায়তা করুন।