স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ১০৭ পিস ইয়াবাসহ মো. স্বপন মিয়া (২৭) নামে এক যুবকে ধৃত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল উপজেলার মুসলিম পাড়া এলাকা থেকে ১০৭ পিস ইয়াবাসহ স্বপন মিয়াকে আটক করা হয়। সে মুসলিম পাড়ার মৃত.মো. রফিক মিয়ার ছেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু শেষে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।