বাঘাইছড়ি প্রতিনিধি:-
বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দশম শ্রেণী শিক্ষা সমাপনী ও বার্ষিক প্রতিভা সন্ধানী-২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যানে বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় বিশেষ অতিথিরা ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, প্যানেল মেয়র ত্রিদিব দাশ, কাউন্সিলর রুবেল চাকমা ও মিঠেন চাকমা, কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আক্তার সহ বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীন শিক্ষার্থী লিমা আক্তার, বিদায়ী শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও অতিথি বৃন্দ সহ সভাপতি। সভা শেষে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের সহ প্রতিযোগিতায় বিজয়ীদের ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।