মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান)প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২২মার্চ বুধবার সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩য় পযার্য়ের অবশিষ্ঠ ও ৪র্থ পযার্য়ের নিধার্রিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করেন রুমা উপজেলা প্রশাসন।
২১ মার্চ মঙ্গলবার বেলা এগারোটা দিকে রুমা উপজেলা প্রেস কনফারেন্স কক্ষে স্থানীয় সংবাদকর্মী নিয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী ।
ব্রিফিং কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়া মোহাম্মদ রনজু, স্থানীয় প্রকৌশলী কর্মকর্তা ইসমাইল হোসেন ও ইউপি চেয়ারম্যান মেনরত ম্রোসহ প্রেস ক্লাব’র সকল গণমাধ্যমকর্মীরা প্রমূখ।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী বলেন, রুমা উপজেলায় সর্বশেষ মাঠ জরিপ অনুযায়ী বর্তমানে ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৬৭০জন। ১ম, ২য় ও ৩য় পযার্য়ে পুর্নবাসন করা হয়েছে ৩১০টি পরিবার। চলমান ৪র্থ পযার্য়ে ৩৬০টি পরিবারের ঘর রয়েছে। ভোক্তাভোগীদের মাঝে প্রতিবন্ধী লাইরুনপি পাড়ার লালসিয়াম থাং বম ও সানাক্রা পাড়ার মংহ্লাথোয়াই মারমা, বিধাব চান্দা পাড়ার হ্লানুচিং মারমা ও সুরতুই পাড়ার তাইপাও ম্রো, স্বামী পরিত্যক্তা পান্তলা পাড়ার উক্রাসিং মারমা ও পাইনুচিং মারমা।এই কর্মযজ্ঞকে সফল করতে উপজেলা প্রশাসনের সাথে সরাসরি কাজ করছেন উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিগণ।
তিনি আগামী ২২মার্চ বুধবার উপজেলা প্রেস কনফারেন্স কক্ষে সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে সকলে উপস্থিতি কামনা করেন।