llনিজস্ব প্রতিবেদক ,নানিয়ারচরll
দেব-মানব তথা বিশ্বের সকল প্রাণি হিতসুখ মঙ্গল কামনায় ও করোনা মহামারি উপদ্রবসহ যাবতীয় অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার জন্য তিন দিনব্যাপী বড়পুল পাড়া গ্রামবাসীর উদ্দ্যোগে নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে আটাশ বুদ্ধ পূজা অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের নিকট হতে সংঘসূত্র শ্রবণ ও নানাবিধ দানকার্য সম্পাদন অনুষ্ঠিত হয়েছে।
২০,২১,২২ জানুয়ারি (বুধবার,বৃহস্পতিবার, শুক্রবার) তিন দিনব্যাপী আটাশ বুদ্ধ পূজা ও সংঘ সূত্র শ্রবণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন নানিয়ারচর রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির।
সমাপনী দিনে শুক্রবার সকালে শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির শুভাগমনে টিএন্ডটি থেকে শোভাযাত্রা মধ্য দিয়ে রত্নাংকুর বন বিহারে অবস্থান করলে শ্রদ্ধেয় শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির ফুল দিয়ে শুভবরণ করে নেয়।
ভিক্ষু সংঘকে ফুল টোরা দিয়ে বরণ করার পর ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এতে ধর্মীয় সংগীত পরিবেশনা করেন ১ম দিনে রুবেল চাকমা, সমাপনী দিনে অনন্যা চাকমা।
পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি দেওয়ান। এতে আটাশ বুদ্ধপূজা, সীবলী পূজা, মার বিজয়ী উপগুপ্ত ভান্তে পূজা, শ্রাবক বুদ্ধ বনভান্তে পূজাবন্দনাসহ, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষৃকার দান, হাজারপ্রদীপ দান ও নানাবিধ দান করা হয়।
ভিক্ষুদের সংঘসূত্রপাঠ শেষে সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায় ৫মিনিট মৈত্রী ভাবনা করা হয়।
নানিয়ারচর বড়পুল এলাকাবাসীর তিন দিন ব্যাপি আটাশ বুদ্ধপূজা ও সংঘসূত্র শ্রবণ এর অনুষ্ঠানের সমাপনী দিনে ক্রেষ্ট প্রদান করা হয় রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ ভৃগু মহাস্থবির ও রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়্যারম্যান নিখিল কুমার চাকমা, রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত কুসুম চাকমা এবং আটাশ বুদ্ধপূজা উদযাপন কমিটির আহ্বায়ক পলেন চাকমা, চট্রগ্রাম মৈত্রী বন বিহারের উপদেষ্টা কমিটির সদস্য ধীমান চাকমা, এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা।
তিন দিন ব্যাপি আটাশ বুদ্ধপূজা অনুষ্ঠানে স্বধর্ম দেশনা প্রদান করেন জগৎ দুর্লভ পরম পূজ্য আর্য্য পুরুষ শ্রদ্ধেয় বনভান্তের শিষ্যমন্ডলীর প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির , ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ ভৃগু মহাস্থবির, রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির, নানিয়ারচর জুরাছড়ি বেনুবন অরণ্য কুঠিরের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ পন্থক মহাস্থবির, রাজবন বিহার থেকে আগত শ্রদ্ধেয় শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির, সুমন মহাস্থবির ও মেত্তাবংশ মহাস্থবির।
তিন দিন ব্যাপী আটাশবুদ্ধ পূজা অনুষ্ঠানে উপস্থাপনা করে প্রজ্ঞাতী চাকমা, জেনি চাকমা, জবা চাকমা, পিপল চাকমা। রত্নাংকুর বন বিহারে আটাশ বুদ্ধপূজা ও সংঘসূত্র শ্রবণ এর সমাপনী দিনে চট্টগ্রাম থেকে আসা হাজারো পূণ্যার্থী অংশ নেয়।