বাঘাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধি :-
রাঙ্গামাটি বাঘাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচন শেষে ফেরার পথে দুর্বত্তদের গুলিতে নিহত ও আহতদের পরিবারের পূর্নবাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে রাঙ্গমাটি বাঘাইছড়ি উপজেলা সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার রুমানা আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, পাহাড়ের এখন সাধারণ মানুষের বেচে থাকা খুবই কঠিন হয়ে পড়েছে। সন্ত্রাসীদের এই দৌরাত্ম দিন দিন বেড়েই চলার কারণে সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীন। তাই নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনের পাশপাশি ও দোষীদের শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম ও বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন সহ ভুক্তভোগী পরিবার ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।