সরওয়ার কামাল; (কক্সবাজার):
মহেশখালীর মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের মাঠে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আহসান (১২) সহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।
২২ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আহসান স্থানীয় মিয়াজী পাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের পুত্র।
আহতরা হলেন- মাতারবাড়ী বলির পাড়া আজিজুল হকের পুত্র এরশাদ (১০), কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম আব্দুল্লাহ (১২), কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ (১২), মাতারবাড়ী সিকদারপাড়া ফরিদুল আলম সাদেকুল ইসলাম রাহাত (১৩), একই এলাকার মগডেইলে আব্দুল মন্নান মোঃ নুরী (১৩), একই এলাকার সিকদার পাড়া আব্দুল মোনাফ তুহিন (১৪) একই এলাকার পশ্চিম সিকদার পাড়া বদনের পুত্র জয়নাল (১২), একই এলাকার সিকদার পাড়ার জসিমের পুত্র শেকাব উদ্দীন (১৫) শাপলাপুর ষাইটমারার নুরুল হকের পুত্র আক্কাস (১৮) শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের পুত্র নুরী (১৫)।
জানা যায়, উপজেলার মাতারবাড়ী আজিজুল উলুম মাদ্রাসায় চলছে ২দিন ব্যাপী বার্ষিক সভা। শুক্রবার ছিল শেষ দিন। সভায় মালামাল বিক্রির জন্য স্থান করে দেয়া হয়েছে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়েন মাঠে। এতে দূরদূরান্ত থেকে আসা বেলুন বিক্রেতা সকালে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এতে ১ জন ঘটনাস্থলে মারা যান বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাহেদুল ইসলাম। আরো দুইজন মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি আব্দুল হাই মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে।