১৬ই মার্চ গ্রান্ড ফিনালের মাধ্যমে শেষ হলো ওয়েসিস আউটফিট প্রেজেন্টস মিস্টার এন্ড মিস হাবিব তাজকিরাস ২০২৩ সিজন ২ এর প্রতিোযোগিতা। প্রতিযোগিতায় “বেস্ট হেয়ার ফিমেইল” টাইটেলে এওয়ার্ড জিতেছেন চট্টগ্রামের উদীয়মান ফ্যাশন মডেল, কোরিওগ্রাফার, অভিনেত্রী, ইনফ্লুয়েন্সার রাজশ্রী ধর।
এই প্রতিযোগিতা আয়োজন করেছেন বিউটি পার্লার হাবিব তাজকিরা’স। আয়োজক রুম্মান আহমেদ জানান, সারাদেশ থেকে প্রায় ৩০০০ এর অধিক প্রতিযোগী নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রায় ১ মাস ব্যাপ্তি এই প্রতিযোগিতায় ধাপে ধাপে বিভিন্ন এলিমিনেশন রাউন্ড শেষ করে টানা ৭ দিনের গ্রুমিং সেশনের পর বন্দরনগরীর খুলশী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় গ্রান্ড ফিনালে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী তানিয়া আহমেদ, লেখক বিশ্বজিত চৌধুরী, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী।
রাজশ্রী জানান, তিনি একজন বড় ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে তৈরী করতে চান। পাশাপাশি নাচ, গান, অভিনয়ের মাধ্যমে নিজেকে পারফেক্ট আর্টিস্ট হিসেবেও দেখতে চান তিনি। অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা রাজশ্রী’র সফলতা কামনা করেছেন।