মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধি,বান্দরবান
“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবানে রুমা উপজেলায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু ১০৩তম জম্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা শেষে বণার্ঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেস কনফারেন্স কক্ষে গিয়ে মিলিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রেস কনফারেন্স কক্ষে শিশুকিশোরদের গান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী’র সভাপতিত্বে উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীর প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার প্রদান করেন।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান জিরা বমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরবৃন্দ, অভিভাবকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিকেলে উপজেলা প্রশাসন’র উদ্যোগে রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে মাঠে ক্রিকেট খেলা টুণার্মেন্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।