মো. রবিউল হোসেন:- মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সহ-সভাপতি মো. আবু তাহেরকে সভাপতি, মো. নাজমুল হোসেন মাসুমকে সাধারণ সম্পাদক ও মো. আল-আমিনকে সাংগঠনিক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
রোববার (১২ মার্চ) রাত সাড়ে ৮টায় মানিকছড়ির মাস্টারপাড়াস্থ্য সংগঠনের কার্যালয়ে সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির খাগড়াছড়ি জেলার সমন্বয়ক মো. মনির হোসেন।
এসময় কমিটির উপদেষ্টা মো. গোলাম মোস্তফা, ছদুরখীল শাখা কমিটির সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক এমরান হোসেন, বাটনাতলী কমিটির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, গোরখানা শাখা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মো. লোকমান হোসেনসহ উপজেলাধীন বিভিন্ন শাখা কমিটির শতাধিক নেতৃবৃন্দ ও ভক্ত আশেকান উপস্থিত ছিলেন। পরে সকলে ছেমা ও মিলাদ মাহফিলে অংশ নেন।