মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়িতে এক বৃদ্ধা কর্তৃক ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির অভিভাবক! ধর্ষক আনু মিয়া (৫৫) উপজেলার ২নং বাটনাতলী ইউপি’র ৯ নম্বর ওয়ার্ড নামার পাড়া এলাকার মৃত আশরাফ আলীর পুত্র।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধা আনু মিয়া(৫৫) গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশি এক শিশু কন্যা(৫)কে পাশবিক নির্যাতন করেন! শিশু কন্যার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে ওই বখাটে লম্পট পালিয়ে যায়! এদিকে নির্যাতিত শিশু কন্যার মা ছবুরা বেগম ও পিতা- মো. শাহজাহান বিষয়টি ইউপি সদস্য মো. মহরম আলীকে অবহিত করলে ইউপি সদস্য ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন বলে জানান সংশ্লিষ্ট ঐ ইউপি সদস্য।
পরে শনিবার (১১ মার্চ) দুপুর এক পর্যায়ে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে চিকিৎসকেরা শিশুটির গোপনাঙ্গে ক্ষত চিহ্নের নমুনা পেয়ে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসক ডা. মহি উদ্দীন বলেন, শিশু’র গোপনাঙ্গে ক্ষত চিহ্নের আলামত থাকায় তাকে জেলা সদরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করেন। মামলা নম্বর-৪, তারিখ ১১.০৩.২৩ খ্রি.। মামলার পর পুলিশি নিরাপত্তায় রাতে শিশুটির শারীরিক পরীক্ষা-নিরিক্ষায় জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) আনচারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার জানার পর দ্রুত নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও মামলা রেকর্ড শেষে অধিকতর পরীক্ষা-নিরিক্ষার প্রয়োজনে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিশু ধর্ষণকারী আনু মিয়াকে আটক করতে পুলিশ মাঠে নেমেছে।