আসন্ন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সমর্থনে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) পৌরসভাস্থ হযরত কাজী ছগীর(রহঃ) জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপজেলার পূর্ব কালুরঘাট থেকে জনসংযোগ শুরু করেন।গোমদন্ডি-ফুলতল, শাকপুরা, বেঙ্গুরা, সারোয়াতলী,দাশের দিঘি, কালাইয়ার হাট ও কানুনগোপাড়া মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৬মার্চ উন্নয়নের মার্কা নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাষ্ট্রদূত এসএম আবুল কালাম,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দীন মোঃ এমরান,উত্তর জেলা আওয়ামী লীগ নেতা খালেদ মাহমুদ,শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন জমির,স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক মোঃ জাহেদুল হক।
এছাড়া জেলা/উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা জনসংযোগে অংশগ্রহণ করেন।