লেখক: আয়েশা সিদ্দিকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তুমি রুপে সেরা,
তুমি অনেক ভালো
বুকের মাঝে ফোটাঁও তুমি
হাজার তারার আলো।
তোমায় হারানোর কথা
যখন আমি ভাবি
নিরবে, নির্জনে বসে
আমি শুধুই কাঁদি।
তোমায় দেখে ভুলে যাই
বাবা-মায়ের কথা
তুমিই বাবা,তুমিই মা
তাইতো বুকে জাগে আশা।
বলতে পার, চবি তোমায়
এত ভালোবাসি কেন?
তুমি কি আলাদীনের যাদুটোনা জানো।