উথোয়াইচিং মারমা; বান্দরবানঃ
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইসারি সীমান্তে বিজিবির সাথে গোলাগুলিতে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে।
নিহত মাদক কারবারি কুতুপালং রােহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এ/৭, এর ওয়াদুল হকের ছেলে মোঃ আব্দুর রহিম (২৫)। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরী দু’নলা বন্দুক,৪ রাউন্ড কার্তুজ ও ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
শুক্রবার(২২.০১.২০২১) তারিখ ভোর রাত সাড়ে ৩টার নাগাদ সীমান্তের ৩৬/২ এস নং পিলারের সন্নিকটে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে বলে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানিয়েছেন।
তিনি জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইসারি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। পরে টহলদল ঘটনাস্থল থেকে এক ইয়াবা কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ও দেশি তৈরি দু’নলা বন্দুকসহ উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলেও জানান বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ তৌহিত কবির জানান, গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত খবর পেয়েছি। তবে লাশ হস্তান্তর ও আইনি প্রক্রিয়া ব্যাপারে বিজিবি পক্ষ থেকে এখনও জানানো হয়নি।