বাঘাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধি:
বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ এর নাম “তথ্য আপা” প্রকল্প এই তথ্য আপা ও তারা যেভাবে গ্রামে গ্রামে উঠান বৈঠক করে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন তুলে ধরার পাশাপাশি গ্রামের মানুষের নিজেদের স্বাস্থ্য সচেতনতা করে যাচ্ছেন। যা একটি সরকারের সুন্দর প্রকল্প।
এরা আইনগত সহায়তার পাশাপাশি ডিজিটাল প্লাটফর্ম ব্যাবহার করে কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় তার সম্পর্কে তথ্য আপা ঘরে ঘরে গিয়ে যেভাবে সেবা পৌঁছে দেন।
দেখাগেছে,রাঙ্গামাটি বাঘাইছড়িতে তথ্য আপার পরামর্শ ও সেবা নিয়ে গ্রামের মানুষ এখন অনেক সচেতন হয়ে উঠেছে।তারই ধারাবাহিকতায় ৫ই মার্চ সকালে গ্রামিণ উদ্যক্তাদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
এ বৈঠকে বাঘাইছড়ি তথ্য আপা মুন্নি দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় মিলনায়তনে উপস্থিত ৫০ জন গ্রামীণ নারী উদ্যক্তা উপস্থিত ছিলেন।এসময় দেখাযায় সকল উদ্যক্তাই তথ্য আপার পরামর্শ ও সহযোগীতার মাধ্যমে নিজেদের সাবলম্বী করে তুলছেন।