কাউখালী (রাঙ্গামাটি)প্রতিনিধি,
রাঙামাটির কাউখালী উপজেলার অর্ন্তগত ঘাগড়া (বহুমুখী) উচ্চ বিদ্যালয়ের নারী ফুটবলারদের হোষ্টেলে থাকা প্রশিক্ষণরত নারী ফুটবলারদের জন্য ২ মেট্রিক টন চাউল এবং ক্রীড়া সামগ্রী ক্রয়বাবদ ২৫ হাজার টাকার চেক বিতরণ প্রদান করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রবিবার (৫ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে ২৫ হাজার টাকার চেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ানের হাতে তুলে দেন।
চেক বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, পাহাড়ের খবর এর ব্যবস্থাপনা সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক হিমেল চাকমা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৫ হাজার টাকার চেক ছাড়াও আরো দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেয় রাঙামাটি জেলা প্রশাসন। এমনকি এসব চাল সঠিক সময়ে যথাযথ ভাবে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে পৌঁছানো সহ সার্বিকভাবে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
চেক বিতরণ ও চাল বরাদ্দের অনুষ্টানে জেলা প্রশাসক বলেন, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের নারী ফুটবলার প্রশিক্ষণকালে হোষ্টেলে থাকা-খাওয়া ও পড়াশোনা সহ দেখভালের জন্য আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমি ঘাগড়া নারী ফুটবলারদের পাশে আছি থাকব।
উল্লখ্য, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রমিলা নারী ফুটবলারদের সুবিধার্থে গত কয়েক বছর যাবত নানাভাবে সাহায্যে সহযোগিতা করে যাচ্ছেন রাঙামাটি জেলা প্রশাসন।
বর্তমানে এ-ই বিদ্যালয় থেকে জাতীয় নারী ফুটবল দলে ঋতুপুর্ণা চাকমা, আনাই মগিনী, সেরা গোল রক্ষক রুপনা চাকমা ও মনিকা চাকমারা জাতীয় টিমে খেলা খেলে যাচ্ছেন ।