মংহাইথুই মারমা, রুমা(বান্দরবান) প্রতিনিধি:
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে যাচ্ছে বান্দরবানে রুমা উপজেলার আনসার- ভিডিপি সদস্যরা। গত বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্গম অঞ্চলে দায়িত্ব পালন করা বড়ই চ্যালেন্জিং। তবে ১৩৫ জন হিল ভিডিপি সদস্য সেনাবাহিনীর সাথে পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এছাড়াও রুমা উপজেলার চার ইউনিয়নে কর্মরত বিভিন্ন পদবীর ২০ জন ভাতাভোগী সদস্যরা নিজ নিজ পাড়ার আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণসহ কর্মক্ষম যুবক-যুবতীদের বিভিন্ন অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনে সহায়তা করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা বিধানসহ সুষ্ঠু নির্বাচন ভোট কেন্দ্রে রুমা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা তত্ত্বাবধানে ৬১২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে ২০২২-২০২৩ অর্থবছরে রুমা উপজেলায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্যোগে ৩০০ টি ওষুধি,বনজ ও ফলজ চারাগাছও রোপন করা হয়েছে।