মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে সানাক্র পাড়া বৌদ্ধ বিহারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করেছেন অগ্রবংশ অনাথালয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ.নাইদিয়া ভিক্ষু।
আজ বৃহস্পতিবার(২১জানুয়ারি) সকালে অনাথ আশ্রম বৌদ্ধ বিহারে ঘরোয়া অনুষ্ঠানে মধ্যদিয়ে পাইন্দু ইউনিয়নে মহিলা মেম্বার অংমেসিং মার্মা উপস্থিতে সাউন্ড বক্স, কম্বল, ব্লেনকেট ও তৈজসপাত্র বিতরণ করা হয়েছে।
বিতরণকালে সানাক্র পাড়ার কারবারী মংবাচিং মারমা ও পাড়ারবাসী বক্তব্যে জানিয়েছেন, আমাদের দুর্গম পাড়াতে প্রয়োজনীয় আসবাবপত্র দেয়ার জন্য অধ্যক্ষ উ.নাইদিয়া ভিক্ষু ও মহিলা মেম্বার অংমেসিং মারমাকে অশেষ ধন্যবাদের সাথে প্রনাম ও কৃতজ্ঞতার জ্ঞাপন করছি।
অনাথ আশ্রমে অধ্যক্ষ উ.নাইদিয়া ভিক্ষু সূত্রে জানান, গত ১৫ জানুয়ারি পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মারমা জেনারেটর বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উ.নাইদিয়া ভিক্ষু ০৯ নং ওয়ার্ডের অর্ন্তগত দূর্গম এলাকায় অবস্থানরত সানাক্র পাড়া বৌদ্ধ বিহারে পরিদর্শন কালে তিনি পাড়ারবাসীদের সমস্যা সমাধানে আনার কথা দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবারে ৫০হাজার টাকা ব্যয়ের পাড়ারবাসী ও যুবক-যুবতি চাহিদানুসারে তিনি(ভিক্ষু) চাহিদা পূরণ করে দেন।