মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান) প্রতিনিধি:
দৈনিক আমার সংবাদ ১০বছরে প্রতিষ্ঠা বার্ষিকী ১১বর্ষে পদার্পণ করা উপলক্ষ্যে রুমায় কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বান্দরবানে রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা’র সংঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ পত্রিকার রুমার প্রতিনিধি মংহাইথুই মারমা। এতে সভাপতিত্ব করেন নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
আরও বক্তব্য রাখেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যন থানখামলিয়াম বম ও থানার তদন্ত অফিসার মনির।
উপস্থিত ছিলেন সরকারি সাঙ্গু কলেজে অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ, অগ্রবংশ অনাথালয় বিহারাধ্যক্ষ উ: নাইদিয়া ভিক্ষু, ৩নং রেমাক্রি প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম, এলজিডি বিভাগের সহকারি ইঞ্জিনিয়ার লিটন চাকমা, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চনুমং মারমা, বেসরকারি সংস্থা লিন এর দায়িত্বরত প্রতিনিধি শৈতিংয়ী মারমাসহ স্নেহের শিক্ষার্থীবৃন্দরা প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন।
দৈনিক আমার সংবাদ দেশের সর্বাধিক পাঠকপ্রিয় ও পাঠক সমাদৃত পত্রিকা। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে দৈনিক আমার সংবাদ। তিনি দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ সকল সাংবাদিক কলাকুশলীদের শুভেচ্ছা জানান।
আলোচনা সভা শেষে ১১বর্ষে পদার্পণের কেক কেটে সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানে সভাপতি নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী।